অলখিতে আয়ল অলখিতে গেল।
না পূরল মনোরথ বেকত না ভেল।
গুরুজন জাগল ভেল বিহান।
চরণ-নখর হেরি আন বয়ান।।
হরি হরি কি করব কুলবতি হোই।
অঙ্গনে কানু চরণ-চিহ্ন সোই।।
গুরুজন-ভয়ে তব লেপইতে চাই।
পিরীতি বিশেষ লেপই না পাই।।
সম্ভ্রম ভেল মন ভ্রমে আনিবারি।
সো ডর ভাঙ্গল নয়নক বারি।।
যে পথে রাতি চলল রতিচোর।
সে পথে মনোরথ গেলহি মোর।।
দেহ রহল জনু সুধ পসারি।
কহ কবিশেখর প্রেম বিচারি।।