অলসে অবশ ভেল রসবতি রাই।
মদন মদালসে শূতলি যাই।।
কানু শয়ন করু কামিনিকোর।
চাঁদ আগুলি জনু রহল চকোর।।
দুহুঁ শিরে দুহুঁ ভুজ বয়ানে বয়ান।
ঊরু ঊরু লপটল নয়ানে নয়ান।।
ঘূমি রহল তহিঁ কিশোরি কিশোর।
কেশ প্রবেশ নাহি তনু তনু জোড়।।
সখিগণ নিজ নিজ কুঞ্জে পয়ান।
নিভৃত নিকেতনে কয়ল শয়ান।।
স্বেদবিন্দু চূয়ত দুহুঁজন গায়।
শেখর করু তহি চামর বায়।।