অলসে শুতল বর যুগল কিশোর।
হেরইতে তনু মন শীতল মোর।।
এ সখি আগুসরি নিরখহ রূপ।
রূপ মুরতি ধর কিয়ে রস-কূপ।।
দুহুঁ তনু মীলল কছু নাহি ভেদ।
বুঝলমু লব-তুল না রহ খেদ।।
শয়নক কৌশল বরণি না যায়।
রাধামোহন তছু বলিহারি গায়।।