অসিত পক্ষে শশী যেন দিনে দিনে দেখি
দিন দিপতি ক্ষীণদেহা।
মুকুলিত নয়ন কমলজল বরিখয়ে
হেন তুয়া অপরূপ নেহা।।
মাধব পুছসি জনি অনুরাগ।
সরোবর শোষে সফরি জনু আকুল
রাই জিবই পুনভাগ।। ধ্রু।।
তৃণাধিক দুবর অঙ্গ ভঙ্গ ভয়ে
সখিগণ না পরশে পাণি।
কমল পনসে পরন নাহি দেওই
উড়ি চলত অনুমানি।।
পুছইতে উত্তর শকতি নাহি রাইক
শ্বাসে জীবন অনুমানি।
গোবিন্দদাস ভণ পেখি আওলু হেন
অব পুন দৈব সে জানি।।