অস্যোচিত নর্ত্তক মায়ূর
নওল নওলী নব রঙ্গমে।
সুখ শোহানি সব সঙ্গমে ।।
রসমাধুরি ধরু অঙ্গমে।
দউ নৃত্যত প্রেম তরঙ্গমে।।
উহ সঙ্গে ভামিনি দমকে দামিনি
মধুর যামিনি অতি বনি।
সুভগ শাঙন বরিখে ভাঙন
বুন্দ সুন্দর ননি ননি।।
বদত মৌর চাতক চকোর
কীর কোয়িল অগননি।
রটত দরদর তোয়ে দাদুর
অম্বুদাম্বরে গবজনি।।
গাওয়ে সখি রি জোরে জোরি।
রস হেরি হাসই থোরি থোরি।।
থোরি থোরি চঙ্গ ঝগর্‌না ঝগর্‌ নন
তাগর্‌ধি নাগর্‌ধি দ্রিমি দিলাং।
উহ সুখদ নয়ন পহিব ভূখণ
ঝলকে ঝলকে ঝলমলাং।।
উঘট ঘট ঘট থো দিগ্ দিগ্
থো দিগ্ দিগ্ দিগ্ দিনাং।
থুঙ্গ থুঙ্গ নি ধি ধি ধি নং।।
বাজে ধুঁ ধুঁ ধুঁ ধুঁ ধীনা।
স্বর-মণ্ডল বাঁশরি বীণা।।
কোই দেয়ত তাল অতি রসাল
প্রেমভরে হিয়া হরখনি।
মণিবিন্দু শরদ ইন্দু
করত অমৃত বরখনি।।
হংস সারস বদত সরস
চারু চাতক রসখনি।
বিহরে শিব- রামকে প্রভু
পরম সুঘড় শিরোমণি।।