আএল ঋতুপতি রাজ বসন্ত

আএল ঋতুপতি রাজ বসন্ত।
ধাওল অলিকুল মাধবি পন্থ।।
দিনকর কিরণ ভেল পৌগণ্ড।
কেসর কুসুম ধএল হেমদণ্ড।।
নৃপ আসন নব পীঠল পাত।
কাঞ্চন কুসুম ছত্র ধরু মাথ।।
মৌলি রসাল মুকুল ভেল তায়।
সমুখ হি কোকিল পঞ্চম গায়।।
সিখিকুল নাচত অলিকুল জন্ত্র।
দ্বিজকুল আন পঢ় আসিখ মন্ত্র।।
চন্দ্রাতপ উড়ে কুসুম পরাগ।
মলয়পবন সহ ভেল অনুরাগ।।
কুন্দবল্লী তরু ধএল নিসান।
পাটল তূন অসোক দল বান।।
কিংসুক লবঙ্গলতা এক সঙ্গ।
হেরি সিসির রিতু আগে দল ভঙ্গ।।
সৈন সাজল মধুমখিকা কুল।
সিসিরক সবহু কএল নিরমূল।।
উধারল সরসিজ পাওল প্রান।
নিজ নব দলে করু আসন দান।।
নব বৃন্দাবন রাজ বিহার।
বিদ্যাপতি কহ সময়ক সার।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ