আওল মাধব পাওল ধাম।
সম্ভ্রমে জাগল মনসিজ গাম।।
ধনী মুখ ঢাকি রহল এক পাশ।
বাদর ডরে শশী রহল তরাস।।
চলু সব সখীজন ইঙ্গিত জানি।
আরত নাহ ধয়ল ধনী পাণি।।
রুঠে বলয়া কিয়ে ঝন ঝন বাজে।
বালা কছুই না কহু ভয় লাজে।।
কত কত সখীজন করত উপায়।
ধনী মুখচন্দ কবহু না দেখায়।।
রতিরণপণ্ডিত নাগররঙ্গী।
চাপি ধরল ধনী বেণী ভুজঙ্গী।।
ডাহিন হাত চিবুক গহি রাখে।
সম্ভ্রমে বদন ইন্দুরস চাখে।।
নয়নচকোর অমৃতরস পিয়ে।
অপরূপ দোহুক জীউ তব জীয়ে।।
ভুজ ধরি আনল কুসুম শয়ান।
জনম সফল মানল পাঁচবাণ।।
সঘনে আলিঙ্গন নির্ভর কেলি।
বল্লভ বৈদগধি সফলিত ভেলি।।