আজুকার নিশি নিকুঞ্জেতে বসি করল বিবিধ রাস।
রসের সায়রে পেলাইঞা মোরে বিহানে চলিলা বাস।
শুনরে সুবল সখা।
সে বরনাগরি নবীন কিশোরী পুন কি পাইব দেখা।।
মদনে আগলি গলে গলে মিলি চুম্বন করিল যত ।
কেশ বেশ আদি বিথান যতেক তাহা বা কহিত কত।।
অশেষে বিশেষে যত বুঝাইলাম আদরে বসাঞা কোলে।
অঙ্গের সৌরভে হিয় জুড়ায়ল কত না কহিব তোরে।।
জ্ঞানদাস কহে শুন হে নাগর একথা বুঝিতে ধন্দ।
সে যে গুণমণি পরশমণি তুমারে করিল বন্ধ।।