আজু বিপরিত ধনি দেখলুঁ তোয়।
সমুঝি না পারিয়ে সংশয় মোয়।।
তুয়া মুখমণ্ডল পুণমিক চাঁদ।
কাহে লাগি ভৈ গেল ঐছন ছাঁদ।।
নয়নযুগল ভেল কাজর বিথার।
অধর নিরস করু কোন গোঙার।।
পীন পয়োধরে নখরেখ দেল।
কনক-কুম্ভ জনু ভগন ভৈ গেল।।
অঙ্গে বিলেপন হেরি কুঙ্কুম-ভার।
পীতাম্বর ধরু ইথে কি বিচার।।
সুজন রমণি তুহুঁ কুলবতি-বাদ।
কা সঞে ভুঞ্জলি মরমক সাধ।।
কামিনী কাতর দেবি-সম্বাদে।
কহ কবিশেখর বড় পরমাদে।।