আজু বিহানে হাম মধুপুর গেল।
পন্থহিঁ তাকর দরশন ভেল।।
পুন পুন কুশল পুছত পহুঁ তোর।
ঢরকি ঢরকি পড়ু লোচনলোর।।
সুন্দরি এত দিনে ভাঙ্গল ধন্দ।
জানলোঁ বিদগধ গোকুলচন্দ।।
মঝু মুখে বিপদ শুনল যব তোর।
কাতরে ধরণি পড়ল পহুঁ ভোর।।
গদগদ কহল পরশি মঝু অঙ্গ।
তেজলুঁ মধুপুর যদুকুল সঙ্গ।।
সহচরি তুহুঁ পরবোধহ রাই।
ভেটব রসবতি গোকুল বাই।।
শুনইতে মঝু উলসিত ভেল দেহ।
কহইতে আওলুঁ মাধব লেহ।।
দীনবন্ধু কহে শুন পরিণাম।
মধুমতি কান আনি পূরব কাম।।