আজু সাজলি ধনী অভিসার।
চকিত চকিত কত বেরি বিলোকই
গুরুজন ভবন দুয়ার।।
অতি ভয় লাজে সঘন তনু কাঁপই
ঝাঁপই নীলনিচোল।
কত কত মনহি মনোরথ উপজত
মনসিজ সিন্ধু হিলোল।।
মন্থর গমনী পন্থ দরশাওলি
চতুর সখী চলু সাথ।
পরিমলে অধ্ব কানন করি বাসিত
ভামিনী অবনত মাথ।।
তরুণ তমাল সঙ্গ সুখ কারণ
জঙ্গম কাঞ্চন বেলি।
কেলি বিপিন নিপুণ রস অনুসারি
বল্লভ লোচন মেলি।।