আনন্দ নীর যতনে হরি বারত
অলক তিলক নিরমাই।
কুঞ্চিত লোচনে হরিমুখ হেরইতে
থরহরি কাঁপয়ে রাই।।
দেখ সখি রাধা মাধব লেহ।
নাগরিবেশ বনাওত নাগর
ভাবে অবশ দুহুঁ দেহ।।ধ্রু।।
কোরহি যাঁতি পুনহু হরি সাজত
পীন পয়োধর জোর।
ঘামল কর-পঙ্কজ জলে ধোয়ল
মৃগমদচিত উজোর।।
মরমক বোল কহত দুহুঁ আকুল
রোধল গদ গদ ভাষা।
অধর বিলোকনে ইঙ্গিতে কি কহল
না বুঝল গোবিন্দদাসা।।