(আরে) নিকুঞ্জবনে শ্যামের সনে
কিরূপ দেখিলুঁ রাই।
কেমন বিধাতা গঢ়ল মুরতি
লখই নাহিক যাই।।
সজল জলদ কানুর বরণ
চম্পকবরনী রাই।
মণি মরকত কাঞ্চনে জড়িত
ঐছন রহল ঠাই।।
কিয়ে অপরূপ রাস-মণ্ডল
রমণীমণ্ডলঘটা।
মনমথ মন পাইল অচেতন
দেখিয়া অঙ্গচ্ছটা।।
বদন মধুর হাস অধরে
হৃদয়ে হৃদয় সঙ্গ।
কোন রসবতী রসের আবেশে
কুসুমশয়নে অঙ্গ।।
নবীন মেঘের নিবিড় আভা
তাহা বিজুরি উজোই।
দাস লোচনের রাই সরবস
ও রস আবেশ মোই।।