আরে মোর গৌরকিশোর।
স্বরূপের কান্ধে পহুঁ ভুজযুগ আরোপিয়া
নবমী দশায় ভেল ভোর।।ধ্রু।।
পড়িয়া ক্ষিতির পরে মুখে বাক্য নাহি সরে
সাহসে পরশে নাহি কেহ।
সোনার গৌরহরি কহে হায় মরি মরি
তন্তুক দোসর ভেল দেহ।।
থির নয়ন করি মথুরার নাম ধরি
রোয় পহুঁ হা নাথ বলিয়া।
বসু রামানন্দ ভণে গৌরাঙ্গ এমন কেনে
না বুঝিনু কিসের লাগিয়া।।