আল সই প্রেম আনলে দহে হৃদেতে। রৈয়া রৈয়া জ্বলে চিত্ত নারি সহিতে।
যে প্রেম করিয়াছে সে বুঝেছে পিরীতি বিষম জ্বালা।
প্রেম জ্বালায় শরীর বিষম কালা এই শ্রধা মনেতে আমার,
শ্যাম সনে মনের বাঞ্ছা পূরাই বারে বার।
রাধাপ্যারী কান্দ্যা মরি লুটাইছে প্রেমের ভরা।
আর নাআসে ননী-চোর ভোমরা।
শ্রীকমর আলি কহে শুন শ্রীনন্দের কানাই,
কুল কামিনীএ আকুল কৈলা এবে মনেতে নাই।
কুল মজাইয়া মধু খাইয়া এখন রইলা মথুরায় ও মন চোরা।