আসি সহচরী কহে ধীরি ধীরি
“শুনহ নাগর রায়।
অনেক যতনে ঘুচাইলাম মানে
ধরিয়া রাইএর পায়।।
তবে যদি আর মান থাকে তার
মানবি আপন দোষ।
তোমার বদন মলিন দেখিলে
ঘুচিবে এখনি রোষ।।
তুরিত গমনে এস আমা সনে
গলেতে ধরিয়ে বাস।”
সো হেন নাগর হইয়া কাতর
দাঁড়াইল রাইএর পাশ।।
রাই কমলিনী হেরি গুণমণি
বঁধুয়া লইল কোলে।
দুহুঁক হৃদয়ে আনন্দ বাড়িল
দ্বিজ চণ্ডীদাস বলে।।