আহা আহা বঁধু তোমার শুকায়েছে মুখ।
কে সাজালে হেন সাজে হেরে বাসি দুখ।।
কপালে কঙ্কণ-দাগ আহা মরি মরি।
কে করিল হেন কাজ কেমন গোঙারি।।
দারুণ নখের ঘা হিয়াতে বিরাজে।
রক্তোৎপল ভাসে যেন নীল-সরঃ মাঝে।।
কেমন পাষাণী যার দেখি হেন রীতি ।
কে কোথা শিখালে তারে এ হেন পীরিতি।।
ছল ছল আঁখি দেখি মনে ব্যথা পাই।
কাছে বস আচলেতে মু’খানি মুছাই।।
বড় কষ্ট পাইয়াছ রজনী জাগিয়া।
চণ্ডীদাস কহে শোও হিয়ার আসিয়া।।