ইহ মধু যামিনি মাহ।
কাহে লাগি মান- দহনে তনু দহি দহি
দুহুঁ মুখ দুহুঁ নাহি চাহ।।
উহ সুপুরুখ-বর বিদগধ-শেখর
এ অবিচল-কুল-বালা।
বিহি ও না জানল মদন ঘটায়ল
জনু জলধরে বিদুমালা।।
চাঁদ উদয়ে কিয়ে কুমুদিনি মুদিত
চাঁদনি-বিমুখ চকোর।
ঐছন যামিনি কথিহুঁ না পেখিয়ে
কিয়ে বিহি-মতি অতি ভোর।।
দুহুঁ তনু পরশে ক্ষণিক পরশ-রস
জনু জলধরে বিদুমালা।।
ঐছন কামিনি ও সুপুরুখ-বর
দুহুঁক দুলহঁ নব বালা।।
সহচরি-বচন শুনিয়া দুহুঁ হরষিত
দুহুঁ মুখ হেরি দুহুঁ হাস।
দুহুঁক অনুভব পুরল মনোরথ
গোবিন্দদাস পরকাশ।।