এক মুখে পারিনা গো আমি গউর রূপ বাখানি।।
গউর রূপ বাখানি গো সখি গউর রূপ বাখানি।
অপরূপ গউর রূপ নির্মল বরনি।।
ঐ রূপের তুলনা যিনি বিজুলী নিশানি গো সখি।
সুনার বরন গউর মুখে মধুর বাণী।।
ঐ রূপে হরিয়া নিল যুবতীর পরানি গো সখি।
আবুল হুছন বলে গউর মর্ম জানি।।
অন্তিম কালে মনে আশা গুরুর চরণখানি গো সখি গউর রূপ বাখানি।