এতদিনে রমণি রভস-রস জানল
উপজল নব অনুরাগ।
প্রেমক অঙ্কুর তুহুঁ যদি ভাঙ্গবি
লাগব তিরিবধ-ভাগ।।
মাধব তুহুঁ বড় হৃদয় পাষাণ।
নব নব লেহ ছোড়ি অব কৈছনে
মধুপুর করবি পয়ান।।
ঘরে ঘরে নগরে সবহুঁ জন ঘোষই
তুহুঁ যাওবি দূরদেশ।
শুনইতে সুন্দরি বিরহ-বেয়াকুল
মরণ শরণ অবশেষ।।
হা হরি করি করি বদন শুখাওল
অবনি-পতন মুরছাই।
দীনবন্ধু কহে তুরিতে চল মাধব
জীবইতে সংশয় রাই।।