এত শুনি এক সখী মনেতে হইয়া সুখী
যায়্যা বলে শুন গো বড়াই।
বিকি কিনি করিবারে কৃষ্ণমুখ দেখিবারে
তোমায় নিতে পাঠাইছে রাই।।
বড়াই আসিয়া বলে অতি বড় কুতূহলে
শুন ওগো রাজার নন্দিনি।
মথুরায় বিকে যাই পসরা সাজাও রাই
তোরে শিখাইব বিকিকিনি।।
সুবর্ণের ভাণ্ড তথি খীর নবনী দধি
সারি সারি পসরা উপরে।
বিচিত্র নেতের ফালি তাহাতে উড়নি ভালি
দাসী শিরে ঝলমল করে।।
রাঙ্গিয়া বড়াই সঙ্গে পথে যায় নানা রঙ্গে
মন্দ গতি জিনিয়া করিণী।
লোটন লুটায় পিঠে কাঁকালি লুকায় মুঠে
নিতম্বে সোণার রুনঝুনি।।
মুখে চুয়াইছে ঘাম যেন মুকুতার দাম
হেন মানি কুমুদের সখা।
যদুনাথ দাস ভণে ব্রজের রমণীগণে
যমুনার তীরে দিল দেখা।।