এ কথা জননী কিছুই না জানে

এ কথা জননী কিছুই না জানে
সঙ্গের সঙ্গতি গুণে।
গোপত আখ্যান ইহা কে জানিব
কেহ সে নাহিক জানে।।
মূর্চ্ছিত কেশরী আপনা পাসরি
পড়ল ধরণী মাঝে।
যেমন সোণার প্রতিমা পড়ল
অবনী মণ্ডল মাঝে।।
কাঞ্চন বরণী সুবল মোহিনী
দামিনী চমকে যেন।
অগেয়ান হৈয়া সুধী নাহি রহে
পড়ল কিশোরী তেন।।
বিস্মিত হইলা ললিতা সুন্দরী
অনঙ্গ মঞ্জরী কহে।
”আচম্বিতে হেন রহি অচেতন
কেন বা এমন হয়ে।।
এই মাত্র খেলা দেখিতে দেখিতে
কেন বা এমন হল।
কি হেতু ইহার বুঝিতে নারিয়ে
সবাই হইল ভোল।।”
কৃত্তিকা কহেন ”রাধা কেন হেন
মুদিয়া নয়ান দুই।
চেতনা নাহিক কাঠের পুতলি
পড়িয়া রহল রাই।।”
কাঁদিয়া বিকল মায়ের অন্তর
কহেন সবার আগে।
একি পরমাদ বিষম বিষাদ
বালিকা দেখিয়া লাগে।।
এক সহচরী আন ডাক দিয়া
কহত রাজার আগে।
আচম্বিতে রাই পড়িল অথাই
চণ্ডীদাস যায় নগে।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ