এ ধনি মানিনি কি বোলব তোয়।
তুয়ার পিরীতি মোর জীবন হোয়।।
বিবিধি কেলি তুয়া তনু পরকাশ।
তথি লাগি কেলিকদম্ব করি বাস।।
রজনিদিবস করি তুয়া গুণ গান।
তুয়া বিনে মনে মোর নাহি লয়ে আন।।
শয়ন করিয়ে যদি তোমা না পাইয়া।
স্বপনে থাকিয়ে তোমা তনু আলিঙ্গিয়া।।
তোমার অধররস পানে মোর আশ।
কবজ লিখিয়া লেহ মুঞি তুয়া দাস।।
মনমথ কোটি মথন তুয়া মুখ।
তোমার বচন শুনি উঠে কত সুখ।।
জ্ঞানদাস কহ ধনি মোর মুখ চাও।
সরস পরশ দেই কানুরে জীয়াও।।