ঐছন কানুক সো হেন রূপগুণ।
অতি চঞ্চল চরিত তাহে দুন।।
জানাইতে ঐছন লাওলো নেহ।
নিতি বিরহানলে জড়িল দেহ।।
এ সখি হরি সঞে কি করব দন্দ।
আপন মনহি মনোভব মন্দ।। ধ্রু ।।
ঋতুপতি রাতি উজোর বর চন্দ।
মলয় সমীরণ কুসুম সুগন্ধ।।
যামিনি আধ অধিক বহি গেল।
যতহু মনোরথ অনরথ ভেল।।
সো মুখ হেরি যে না রহ মান।
তাকর বশ ভেল কঠিন পরাণ।।
যাকর বচনে নাহি বিশোয়াস।
তাহে কি সমবাদব গোবিন্দদাস।।