(ও মন) আয় না চলে যাই সাঁইজীর লীলা দেখিতে সুরধুনী গঙ্গার ঘাটেতে।
শুধু জলের মধ্যে ফুল ফুটছে রে, ফুলের সৌরভে জগৎ মাতে।
ফুলের মূল রয়েছে গোলক-নগরে, সে ফুল পাতালপুরে দীপ্ত করতেছে,
সে ফুল ধরবে বলে সাধুজন রে ব’সে আছে যোগ ধিয়ানেতে ।।
সে ফুলের মধু পান করব ব’লে দয়াল কেলেসোনা ভ্রমর হয়েছে।
প্রভু গুন্‌গুন্‌ রব ধরেছে রে, সে রব জীবে না পায় শুনিতে ।।
শুভযোগের মেঘে সে ফুল ফুটেছে, যে জন যোগ চিনে সেই ঘাটে বসেছে,
ও সে কোটী তীর্থের ফল পেয়েছে রে, পেরেছে অধরচাঁদকে ধরিতে।।
বড় আজব লীলা হচ্ছে সেই ঘাটে, বিষম অন্ধকারে বাতি জ্বলতেছে,
পতঙ্গের মত পাঞ্জ হ’য়ে, রে, উড়ে’ পড়ে পুড়ে মরিতে ।।