কত ঘর বাহির হইব দিবা-রাতি।
বিষম হইল কালা কানুর পিরিতি।।
আনিয়া বিষের গাছ রুপিনু অন্তরে।
বিষেতে জারিল দেহ দোষ দিব কারে।।
কি বুদ্ধি করিব সখি কি হবে উপায়।
শ্যাম ধন বিনে মোর প্রাণ বাহিরায়।।
এ কূল ও কূল সখি দো-কূল খোয়ালুঁ।
সোতের শেহলি যেন ভাসিতে লাগিলুঁ।।
কহিতে কহিতে ধনি ভেল মুরছিত।
উরে করি কহে সখী থির কর চিত।।
মনে হেন অনুমানি এই সে বিচার।
এ যদুনন্দন বোলে কর অভিসার।।