কত রূপে মিনতি করল বর নাহ।
গলে পীতাম্বর ঠাড়হি কর যোড়ি
তব ধনি পালটি না চাহ।।ধ্রু।।
তবহুঁ রসিকরাজে সিরজিয়া মনে মাঝে
গদগদ কহে আধ বাত।
পাঁচবদন অহি মঝু পদে দংশল
জরজর ভেল সব গাত।।
এত কহি নাগর কাঁপই থর থর
মুরছি পড়ল সোই ঠাম।
কি ভেল কি ভেল বলি রাই ধাই চলি
কোরে কয়ল ঘনশ্যাম।।
শিতল সলিল লেই নয়নে বয়নে দেই
নীলবসনে করু বায়।
চেতন পাইয়া হরি উঠল অঙ্গ মোড়ি
উদ্ধবদাস গুণ গায়।।