কলহ করিয়া ছলা আগে পহুঁ চলি গেলা
ভেটিবারে নীলাচল রায়।
বিচ্ছেদে ভকতগণ হইয়া বিষণ্ণ মন
পদচিহ্ন অনুসারে দায়।।
নিতাই বিরহে নয়ন ভেল অন্ধ।
আঠার নালা হৈতে কান্দি কান্দি যান পথে
নিত্যানন্দ অবধুত চন্দ।।
সিংহ দ্বারেতে গিয়া মরমে বেদনা পাইয়া
দাঁড়াইলা নিত্যানন্দ রায়।
সভে অতি অনুরাগী উদ্দেশ পাবার লাগি
নীলাচলবাসিরে সুধায়।।
জাম্বুনদ স্বর্ণ জিনি গৌর বরণ খানি
অরুণ বসন শোভে গায়।
অনুখণ লোচনে প্রেম বারি ঝরঝর
হরি হরি বোল বলি ধায়।।
ছাড়ি নাগরালি বেশে ভ্রমে পহুঁ দেশে দেশে
এবে ভেল সন্ন্যাসীর বেশ।
গোবিন্দদাসিয়া কহে হাম যাই দেখলু
সর্ব্বভৌম মন্দিরে প্রবেশ।।