কহ কহ সুবদনি রাধে।
কিবা তোর হইল বিয়াধে।।
কেনে তোরে আন মন দেখি।
কাহে নখে ক্ষিতি তলে লেখি।।
হেম কান্তি ঝামর হইল।।
রাঙ্গা বাস খসিয়া পড়িল।।
আঁখিযুগ অরুণিম ভেল।
মুখ-পদ্ম শুখাইয়া গেল।।
এমন হইয়া কি লাগিয়া।
না কহিলে ফাটি যায় হিয়া।।
এত শুনি কহে ধনি রাই।
এ যদুনন্দন মুখ চাই।।