কাদম্বিনী অতি গগনহি ঘোর।
গরজত বরখত তঁহি নাহি ওর।।
কৈছে অভিসারবি ইথে সুকুমারি।
চলইতে খলই লখই না পারি।।
চপলা চমকত চমকিত প্রাণ।
তটিনী উছলয়ে কৈছে পয়ান।।
আপাত কুলিশ নিপাত না জান।
প্রেমকি সমুচিত মরণ বিধান।।
দাদুরি বোলত কঠিন সুতানে।
পন্থহি বিষধর করত পয়ানে।।
কৈছনে যায়বি কেলি নিকুঞ্জ।
ব্রজ পথ কর্দ্দম তিমিরহি পূঞ্জ।।
অতিশয় দুর্জ্জয় অম্বুদ ধার।
নীল পটাম্বরে বারিক বার।।
লছিমি নারায়ণ নরপতি ভান।
কোন নিবারই ছুটল বাণ।।