কানাই বংশীবটের তলে বসি।
কানাই বান্ধয়ে আঁখি বলাই মহাখুসি।।
রাখালগণ লুকাইল বনে।
আঁখি ছাড়ি দিল বলাই করে নিরীক্ষণে।।
একে মাতোয়ারা বলাই চান্দে।
জা-জারে ছুঁইব কা-কারে না ছাড়িব
তা-তাহার চড়িব কান্ধে।।
খুঁজিতে চলিল বলাই বনের ভিতরে।
আর একদিগে আসি সব শিশু
ধরিল কানায়ের করে।।
পুন পুন খেলই রাখাল সব।
বাঁশীবটের তলে আনন্দ উৎসব।।
পুনঃ আঁখি বান্ধে হলধর।
লুকাওত সব গাছের উপর।।
খুঁজিতে চলিল বলাই নিবিড় বনেতে।
দুখী কৃষ্ণদাস হাসে দাঁড়ায়ে এক ভিতে।।