কানায়েরে মাঝে করি চলে বলাই ধিরি ধিরি
উপনিত যমুনা পুলিনে।
সখা গণ ধেয়ে গিয়ে যমুনার পানি পিয়ে
নিজ নিজ মুখ নিরীক্ষণে।।
নির্মল যমুনার জলে মুখ দেখে কুতূহলে
কার মা কেমন সাজায়েছে ভাই।
রাখাল সব এক সঙ্গে মুখ দেখে নানা রঙ্গে
কানায়ের মুখের বালাই যাই।।
আসিয়া তরুর তলে খেলে রাখাল নানাছলে
সুবল চতুর বলে ভাইরে।
আনন্দে চরুক ধেনু শুন ওরে প্রাণ কানু
লুকোলুকি খেল এই ঠাঁইরে।।
রাখাল সব যূথে যূথে আঁখি বান্ধ কানাই হাতে
লুকাইব বনের ভিতরে।
কানাই মোদের ছোট ভাই বংশীবটের ছায়
বসি থাকি দাওরে বান্ধিয়ে।
আগে যে ছুঁইবে কানাই তার হার কভু নাই
এ দুঃখী কৃষ্ণদাস কইয়ে।।