কালিয়া কালিয়া বলিয়া বলিয়া
জনমে কি সুখ পানু।
হিয়া দগদগি পরাণ পোড়নি
মনের আগুনে মনু।।
মরিনু মরিনু মরিয়া গেনু
ঠেকিনু পীরিতি-রসে।
আর কেহ জানি এ রসে ভুলে না
ঠেকিলে জানিবে শেষে।।
এ ঘর করণ বিহি নিদারুণ
বসতি পরের বশে।
মাগ এই বর মরণ সকল
কি আর এ সব আশে।।
এখনি জানিলে আর কি জানিবে
জানিবে পীরিতি শেষে।
অনেক যতনে পেয়েছি সে ধনে
তাহা জানে চণ্ডীদাসে।।