“কালিয়া বরণ ধরিলে যতনে
মোহন নয়ন’ পরে।
পুতলি উপরে ধর কাল তারা
কাটিয়া ফেলহ দূরে।।
লোটন বন্ধান কুন্তল কালিয়া
তাহা ধরিয়াছ রাধে।
কালজাদ কাল তাহা কেনে ধনি
পরিয়াছ নিজ সাধে।।
নয়নে পরিলে কাজল কালিয়া
মুছিয়া করহ দূরে।
হিয়ার কাঁচলি কালিয়া বরণ
কেন বা পরহ তারে।।
ভাঙ ভুরূ দুটি উপরে ধরিলে
অঙ্গের যে বলি কাল।
নিরবধি ভর যমুনার নীর–
তাহা নিতি আন ভাল ।।
তোমার অঙ্গের নীল নব বাস
তাহা বা পরিলে কেনে।”
এ সব চাতুরী অপার রচনা
চণ্ডীদাস ইহা জানে।।