“কালি জে জন্মিল গোকুল-নগরে
তাহারে আনিবে হেথা।
অই অন্বেষণ কর দূতগণ
বিসম হইল কথা।।”
চর আদেশিআ ভেজিল গোকুলে
দূত করে অন্বেষণ ।
চারিদিকে খুজে গিঞা ঘরে ঘরে
রাজদূত চরগণ।।
প্রতি ঘরে ঘরে গোপের নগরে
ফিরি সে কংস-জনে।
না পাইঞা তও চলিলা তুরিত
কহিতে কংসের স্থানে।।
গোচর করিছে প্রহরী সকল
কহিছে রাজার কাাছে ।–
“প্রতি ঘরে ঘরে খুজিআ বিকল
সভার নাছেতে নাছে।।
একটি সন্ধান পাইল রাজন
শুনিল লোকের মুখে।
কালি নিশাকালে একটি ছাআল
জসদা প্রসবে সুখে।।
ঘানাঘোনা শুনি না দেখি নআনে
গোচর করিলাম তোএ।”
এই নিবেদন করিল সদন
নন্দের ঘরেতে হএ।
শুনি কংস তবে চর আদেশিল–
“গোপনে জাইবে ত্বরা।
আনিবে ছাআলে নিবিড়ে কাড়িআ,
নাহিক জানএ কারা।।”
গেলা দূতগণ করে অন্বেষণ
গোকুল নগর-মাঝে।
প্রতি ঘরে ঘরে নগর-চাতরে
ফিরই আপন কাজে।।
চণ্ডিদাস কহে– “আরে,কংসচর,
অবোধ দেখিএ বড়।
নন্দসুত প্রতি কাহার শকতি।
এ কথা বিষম বড়।।”