কাল ননদী তুমি মর গো, একদিন বন্ধুয়ার রূপ দেখি। ধু
ও তারে দেখবার আশে রইলাম বসে এ জীবনের আর নাই বাকী গো।।
কাল যৌবনে বসন ঠেলে ডোর ধন্যি মানে না।
এগো দিবানিশি চমকে যৌবন কাচা কেমিকেল সোনা।।
জলের ছলে কদম তলে রূপ দেখিতে যাই।
ননদীর কি ভরা মাইলাম সঙ্গে থাকে তাই গো।।
আমি এখান প্রেম কইলাম কার বা কইলাম বুরা।
ও নন্দে আরিপরি ডাকিয়া দেখায় মুখ মারিয়া মুরা গো।।
মিয়াধন কয় আমার ননন্দ হয় বিষম বইতল।
ও স্বামীর সনে লাগাই বিবাদ পালায় কলসীর জল গো।।