কাহে তুহুঁ কলহ করি কান্ত সুখ তেজলি
অবশি বসি রোয়সি কি রাধে।
মেরু–সম মান করি উলটি ফিরি বৈঠলি
নাহ যব চরণ ধরি সাধে।।
তবহুঁ উহে নাগরি ভর্তসন করি তেজলি
মান বহু রতন করি গণলা।
অবহুঁ তুহুঁ ধরম-পথ- কাহিনি উগারসি
রোখে হরি বিমুখ ভই চললা।।
কাতরে তুয় চরণ-যুগ বেড়ি ভুজ-পল্লবে
নাহ নিজ-শপতি বহু দেল।
নিপট কুট-নাটি কট্ কঠিনি বজরা-বুকি
কৈছে জিউ ধরলি কর ঠেল।।
অবহিঁ সব সহিনি তব নিকট নহি বৈঠব
করলি যদি এ হেন অবিচার।
চন্দ্রশেখর কহে এ ধনি তুহুঁ অবোধিনি
করব অব কোন পরকার।।