কাহ্নাঞিঁক দেখি যত গোপ গোপীগণে

কাহ্নাঞিঁক দেখি যত গোপ গোপীগণে।
হরিয়েঁ হিয়লা তবেঁ সজল নয়নে।।
কেহো দৃঢ় ভুজযুগেঁ কৈল আলিঙ্গন।
কেহো ঘন ঘন  তার চুম্বিল  বদন।।
হরষিত ভৈল সব  যুবতীসমাজে।
কালীয় সাপের মুখে জিলা দেবরাজে।।ধ্রু।।
ততিখনে যশোদার দেব দামোদরে।
তনে হৈতেঁ ঝরিআঁ পড়িল ক্ষীর ধারে।।
বুইল দশ দিশ শূন্য ভৈল মোরে।
চিরকাল জীউ  পুত্র মোর গদাধরে।।
নেহেঁ তবেঁ আকুলী রাধিকা ততিখনে।
নিমেষেরহিত বঙ্ক সরস নয়নে।।
দেখিল কাহ্নের মুখ  সুচির সমএ।
সকল লোকের মাঝেঁ তেজি লাজ ভএ।।
কাহাঞিঁ  দেখিআঁ আর যত গোপীগণে।
সহ্মে আলিঙ্গন কৈল আপণ আপণে।।
হাসছলেঁ কৈল মন হরিষ বিকাশে।
বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ