কিরূপে ধরাইমু প্রাণ প্রিয়া নাহি ঘরে ।
বৃন্দাবনে ভৃঙ্গ নাচে মলয়া সমীরে।। ধু
ডালে ডালে কীরকে ফুকরে ঘন ঘন।
তা শুনি অবলার মন করে উচাটন ।।
পিক নাদে ঝি ঝি ঝাঁঝি উঠে ঝনকার।
নব যৌবনীর নব যৌবন বিকার।।
কহে আইনুদ্দিনে সখী না চিন্তিও আর।
রজনী গঞিলে সাজ প্রিয়া ভেটিবার।।