কি কহব রে সখি আনন্দ ওর।
চিরদিনে মাধব মন্দিরে মোর।।
পাপ সুধাকর যত দুখ দেল।
পিরামুখ দরশনে তত সুখ ভেল।।
নির্ধন বলিয়া পিয়ার না কৈলুঁ যতন।
অব হাম জানলুঁ পিয়া বড় ধন।।
আঁচল ভরিয়া যদি মনানিধি পাঙ।
তব হাম দূর দেশে পিয়া না পাঠাঙ।।
শীতের ওড়নি পিয়া গিরিসের বাও।
বরিসার ছত্র পিয়া দরিয়ার নাও।।
ভনয়ে বিদ্যাপতি শুন বরনারী।
সুজনকে দুখ দিবস দুই চারি।।