কুচজুগ চারু ধরাধর জানি।
হৃদি পৈঠব জনি পহুঁ দিল পানি।।
ঘামবিন্দু মুখে হেরএ নাহ।
চুম্বএ হরসে সরস অবগাহ।।
বুঝই না পারিয়ে পিয়ামুখভাস।
বদন নিহারিতে উপজএ হাস।।
আপন ভাব মোহে অনুভাবি।
না বুঝিয়ে ঐসনে কিএ সুখ পাবি।।
তাকর বচনে কয়লুঁ সব কাজ।
কি কহব সো সব কহইতে লাজ।।
এ বিপরীত বিদ্যাপতি ভান।
নাগরী রমইত ভয় নাহি মান।।