কুসুমিত মধুবন মধুকর মেলি।
পিককুল গাওত মনমথকেলি।।
নিধুবনে মুগধল নাগরিকান।
এককলেবর দুহুঁ একই পরাণ।।ধ্রু।।
চান্দ চন্দন মন্দ মলয়জ বাতে।
অতিরসে বাদর নহে পরভাতে।।
রাধামাধব মধুর বিলাস।
লহু অবলোকনে মৃদু মৃদু হাস।।
রূপ কলাগুণ দুহুঁ সমতূল।
প্রেম পরশরস আরতি অমূল।।
নিবিড় আলিঙ্গন কয়ল অপার।
চুম্বনে বদনে রচয়ে সিতকার।।
পূরল মনোরথ বিগলিত স্বেদ।
দুহুঁ তনু একই নহত লব ভেদ।।
বিগলিত কেশ বসন ভেল আন।
জ্ঞানদাস কহ একই পরাণ।।