কুসুমিত শেজহিঁ বভেজহ আগুনি
অরু কিয়ে দেখহ চাই।
মালতি–মাল সুবাসিত তাম্বুল
এ দুহুঁ দেহ জ্বলাই।
সখি হে পূরল পিরীতিক সাধ।
নিশি চলি যায়ত পিক-কুল বোলত
ঘন ঘন কুলীশ নাদ।।ধ্রু।।
মৃগমদ চন্দন করহ সমর্পণ
যম-বাহিনী জল মাঝে।
কর্পূর-বাসিত বারি সুশীতল
দূরে কর কিয়ে অব কাজে।।
আপন হত-মন বশ নহে আপন
অব পুন করতহি আশ।
চন্দ্রশেখর কহে চল নিজ মন্দিরে
দশ দিশ ভেল পরকাশ।।