কেনে মান কর গো রাই। ধু আজ বুঝি রাধার সনে মিলিবা কানাই।।
লং এলাচি জায়ফল যত্রি কর্পূরের গুড়ি।
এগো সোনা মুখে তুলিয়া কেনে লওনা পানের বিড়ি।।
আতর গুলাববাস কাশেতে ভরিয়া।
এগো সোনা বন্ধের অঙ্গে দিও ছিটাইয়া ছিটাইয়া।।
কিবা নারী কিবা সতী তোর এত বড়াই।
তোমার মত রঙ্গে রূপে আর কি মানুষ নাই।।
পাগল মিয়াধনে বলে কুলে আও গো রাই।
শ্যামচান্দ প্রাণের নাথ হারিয়াছি কানাই।।