কোথাতে রাখিমু লুকাইয়া রে, পিরীতি তো রে কিরূপে রাখিমু লুকাইয়া। ধু
দারুণ আনল প্রেমে, ঠাকুরের তনু ঘর্মে,ত্রিভুবন পুড়ি করি ছার।।
মহারত্ন প্রেম তোর, রাখিতে কি শক্তি মোর, সর্বজগত সেই অধিকার।
যে পালে পিরীতি সার, ত্রিলোক নিছনি তার, কান্ত সোহাগিনী সে সকল।।
যে জন পিরীতি ছাড়া, সে সব জীয়তে মরা, আদি অন্তে নাই তার ফল।
প্রেমরত্ন নিধিবস্তু, গুরুপদসিদ্ধিরস্তু, হীন আলিরাজা মাগে দান।
জানাও প্রেমের পাঠ,করাও পিরীতি নাট, সর্ব অঙ্গে গাহে প্রেমগান।।