কোপহৃদয়ে মঝু অঙ্গ না হেরসি
ভাল ভাঁতি আঁখি পসারি।
খল-জন-বচনহিঁ কছু নাহি শুনসি
সাঁচহুঁ বচন হামারি।।
মানিনি যব কোপ করি অন্তরায়।
গুণ অবগুণ ভাল মন্দ বিচারণ
তবহি বুঝন ভাল যায়।।
ঐছন ভাঁতি নিজ নয়ন কোণে পুন
হেরসি হামারি নয়ান।
হামারি হৃদয় হৃদয়ে অবধারিয়
নখ-পদ অছু অনুমান।।
ইথে যদি দোষ লেশ তুহুঁ পারবি
তবহুঁ করবি অপমান।
রাধামোহন-পহুঁ কহ নহ আন-মত
যথি দুহুঁ একই পরাণ।।