ক্ষেণেকে রোদন ক্ষেণেকে বেদন
ক্ষেণেকে নিশ্বাস নাসা।
ক্ষেণেকে চেতন ক্ষেণেকে অস্থির
ক্ষেণেকে কহেন ভাষা।।
মনের হতাশে নিশ্বাস সহিতে
নাসার বেসর খসে।
চান্দ মুখখানি মলিন হইছে
জেনক নাহিক রসে।।
কোটি চাঁদ নিছি কি তার গণনা
জাহার বদন শোভা।
চাঁদের ভরমে চকোর লালসে
পাইতে সুধার লোভা।।
সে বর বিধুর এমিত দেখিএ
যেমন আন্ধার লাগে।
“উঠ উঠ”–বলি বলে কোন নারী—
“দেখিতে ভয় যে লাগে।।
নিকট ভেটব সে বর নাগর
ধৈরজ ধরহ রাধা।
সে বর কৈশোরী খিন তনু ভেল
সকল করল বাধা।।”
চণ্ডিদাস বলে– নিকটে মিলব
সে বর রসিক কান।
হের কমলিনি, জে শুভ দেখিল
মনে না ভাবিহ আন।।