গগন গরজ মেঘা উঠএ ধরনি থেঘা
পচসর হিয় গেল সালি।
সে ধনি দেখলি খিন জিবতি আজুক দিন
কে জান কি হোইতি কালি।।
মাধব মন দএ সুনহ সুবানী।
কুজন নিরূপি সুজন সখি সঙ্গতি
জে কিছু কহএ সয়ানী।।
কী হমে সাঁঝক একসরি তারা
ভাদব চৌঠিক চন্দা।
ঐসব কএ পিয়াএ মোর মুখ মানল
মো পতি জীবন মন্দা।।
বামহু গতি জত সমদি পঠৌলনি
সে সবে কহি কহি গেলি।
তেরসি তিথি সসি সামর পখ নিসি
দসমি দসা মোরি ভেলি।।
ভনই বিদ্যাপতি সুন বর জৌবতি
মনে জনু মানহ আনে।
রাজা সিবসিংঘ রূপনরায়ন
লখিমা পতি রস জানে।।