গরবিনী গো হাম গরবিনী।
উর বিনু শেজ পরশ না জানি।।
সো অব ধুলি ধুসরি।
ছিলু যছু গরবিণী সো বিছুরি।।
অঞ্জন রঞ্জিত নাহ করে।
অব সে নয়ন মঝু সতত ঝরে।।
পিয় মুখে মঝু মুখ রহতহি জোই।
অব অবনত মুখ করতলে গোই।।
সুবদন চুম্বন অধরে সুচার।
চিন্তা চুম্বই অব অনিবার।।
পিয় উরে চন্দন কুমকুম দেল।
অব সে অঙ্গুলি মঝু দিন গণি গেল।।
গগনে চঢ়াই গিরায়লি হায়।
নাহি নীলাম্বর জীবন উপায়।।