গাও রে গাও রে সুখে কৃষ্ণের চরিত।
গিরি গোবর্দ্ধন- যাত্রা মনোরম
শ্রবণ মঙ্গল গীত।।ধ্রু।।
এক দিন ব্রজে ইন্দ্রপূজা কাজে
সাজে গোপ গোপী যত।
জানিয়া কারণ নন্দের নন্দন
কহেন আপন মত।।
শুন ব্রজরাজ গোপের সমাজ
না পূজ দেবের রাজা।
মোর লয় মনে গিরি গোবর্দ্ধনে
সাবধানে কর পূজা।।
এহি সে উচিত মোর অভিমত
পাইবে বাঞ্ছিত ফল।
নানা উপহারে বস্ত্র অলঙ্কারে
সত্বরে সাজিয়া চল।।
বিপ্রে দেহ দান হইবে কল্যাণ
না ভাবিহ আন চিতে।
কহে কৃষ্ণদাস সভার উল্লাস
শ্রীবাসবচন রীতে।।